কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে ক্রিকেট খেলার উদ্বোধন করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। প্রতিযোগিতায় কাঠালিয়া সবুজ দল ও লাল দল অংশগ্রহণ করেন। খেলায় কাঠালিয়া সবুজ দল একাদশ প্রথমে ব্যাট করে ১৮৭ রান করে। পরে লাল দল ১৩ ওভার শেষে সব কয়টি ইউকেট হারিয়ে ১৫০ রান করে। ফলে সবুজ দল একাদশ ৩৭ রানে বিজয়ী হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল আজিম, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, ক্রিয়াবিদ মোঃ ই¯্রাফিল তালুকদার সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ। কাঠালিয়া উপজেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করেন।