কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় ১ম কিস্তি বরাদ্দের ১৬ টি বকনা বাছুর প্রকৃত ইলিশ জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। বকনা বাছুর পেয়ে জেলে পরিবার অনেক সন্তুষ্টি প্রকাশ করে এবং সরকারি বিধি নিয়ম মেনে চলে অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকবে বলে প্রত্যায় ব্যক্ত করেছেন।
এসময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ফখরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন, সহকারী মৎস্য কর্মকর্তা জেলা মৎস্য দপ্তর নয়ন চন্দ্র শীল।