কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় এ কাঠালিয়া বাসস্ট্যান্ডস্থ ছাত্রদলের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষীন করে।
পরে কাঠালিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠতি হয়। এ সময় কাঠালিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রিয়ান আদনান সহ ছাত্রদেলর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন- জাতীয়তাবাদী ছাত্রদল সর্ব বৃহত ছাত্র সংগঠন। এতদিন স্বৈরাচার হাসিনা সরকার ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেছে। আজ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।