কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারকে আর্থিক সহয়তার চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে কাঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে কাঠালিয়া উপজেলা সমাজসেবা অদিধপ্তর এ চেক প্রদান করেন।
কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্তদের হাতে এ চেক তুলে দেন। ক্ষতিগ্রস্ত ৪৮টি পরিবারকে ১ লক্ষ ৪১ হাজার টাকা দেয়া হয়েছে।
এর মধ্যে ১৫ টি পরিবারকে ৫ হাজার ও অন্যদের ২ হাজার টাকার চেক প্রদান করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম।