কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার কচুয়া গ্রামের ফজিলা আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত কাল সোমবার দিবাগত রাত পৌনে ১ টায় এ ঘটনা ঘটে। ফজিলা আক্তার কচুয়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে ও মোঃ জাহিদ হোসেন মোল্লার স্ত্রী। সে মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলো।
ঘটনার পর কাঠালিয়া থানা অফিসার ইনচার্য পুলক চন্দ্র রায় এসআই আহসান উল্লাাহ, মোঃ মাহমুদুল হাসান সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। রাজাপুর-কাঠালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন ও লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করা হয়।
ফজিলা মানুষিক রোগী ছিলো বলে পরিবারের দাবী। এব্যাপারে কাঠালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।