কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারন অধিদপ্তরের উদ্দ্যোগে ১৩৩০ জন কৃষকের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি ট্রেনিং সেন্টার চত্ত¡রে এসব বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিধি হিসেবে কৃষকদের হাতে এ প্রনদনার মালামাল তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার সম্প্রসারণ অফিসার মোঃ রায়হানুল ইসলাম, উপজেলা সামজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম বশির, মোঃ আমিনুল ইসলাম মুরাদ, মোঃ আসাদুজ্জামান খোকন, অদিতি রানী, মোঃ মিজানুর রহমান, অনুপম হালদার প্রমূখ।
পর্যায়ক্রমে উপজেলার ছয় ইউনিয়নের ১ হাজার ৩’শ ত্রিশজন চাষীর মাঝে এ বীজ ও সার বিতরণ করা হবে।
পরে “ছাত্র, শিক্ষক-কৃষক ভাই, ইদুর দমনে সহযোগিতা চাই” এ ¯েøাগানকে সামনে রেখে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।