কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
স্কুলগামী ও শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় টিকাদান কর্মসূচির অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করেন। ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৫ হাজার ৫শত ৮০ জন কিশোরিকে এ টিকা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপশ কুমার তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য এ সব তথ্য জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপশ কুমার তালুকদার, কিশোরিদের জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী টিকা দেয়া হবে। টিকা গ্রহণকারীদের জন্মসনদের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এ টিকা গ্রহণে তেমন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম বলেন, আমরা চাই ৫শত ৮০ জনের মধ্যে একজনও যেন বাদ না পড়ে। সকলকে এই ক্যাম্পেইন ছড়িয়ে দিতে হবে। সাংবাদিকরাসহ সবাই প্রচারের মাধ্যমে সহযোগিতা করবেন।
এ সময় উপস্থিত কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, অধ্যাপক আব্দুল হালিম, ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার মোঃ আনিচুর রহমান প্রমূখ।
সভায় সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।