কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
কাবাডিতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়ারদেকে সংবর্ধনা ও পুরুস্কৃত করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় উপজেলার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয় হলরুমে কাঠালিয়া ছাত্র কল্যান সংস্থার এ সংবর্ধনা ও পুরস্কারের আয়োজন করেন।
৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা ২০২৪ এর কাবাডিতে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয় বালক খেলোয়ার দল জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হন।
ছাত্র কল্যান সংস্থার সভাপতি মোঃ ইস্রাফিল তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান, কাঠালিয়া রুপালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ নাঈমুর রহমান, প্রধান শিক্ষক মোঃ ছগির হোসেন প্রমূখ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্রীড়া শিক্ষক মোঃ আখতার হোসেন, ছাত্র কল্যান সংস্থার সহ সভাপতি মোঃ শফিক, মোঃ তাওহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ শামিম হোসেন।