কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় করোনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর লেবুখালী সেনানিবাসের সেনা সদস্যরা খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আজ ১০ আগষ্ট সকাল ৯টা টায় কাঠালিয়া কাঠালিয়া বাসস্টান্ডে মোড়ে পশ্চিম আউরা, দক্ষিন আউরা, চিংড়াখালী, বড় কাঠালিয়া, জয়খালী, মশাবুনিয়া ও আমুয়ার গ্রামের কর্মহীন অসহায় নারী ও পুরুষদের মাঝে চাল, ডাল, আটা, লবন বিতরণ করা হয়েছে।
এ সময় ৭ পাদাতিক ডিভিশনের ২২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ান লেবুখালী সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার নজরুল ইসলামসহ অন্যান্য সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।