কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার)’দের প্রশিক্ষণ কর্মশালা ও নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়।
আজ ২৪ মে শুক্রবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণ কর্মশালার ও ব্রিফিং এর আয়োজন করেন।
কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন এর সভাপতিত্ব প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, জেলা নির্বাচন অফিসার মোহাঃ আবদুস ছালেক।
এ সময় উপস্থিত ছিলেন (কাঁঠালিয়া-রাজাপুর) সার্কেলের সহকারি সিনিয়র পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, কাঠালিয়া সহকারি কমিশনার (ভুমি) সঞ্জয় দাস, রাজাপুর সহকারি কমিশনার (ভুমি) ফারজানা ববি মিতু, নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহম্মেদ, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার, কাঠালিয়া উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আঃ সাত্তার প্রমূখ।
কাঠালিয়া উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকবৃন্দ এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।