কাঠালিয়া প্রতিনিধিঃ কোটা আন্দোলনকারীদের কমপ্লিট সাটডাউনের অংশ হিসেবে ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশের লাঠি চার্জে তিন শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছে। শার্টডাউনের কারণে জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে। সড়কে দুপাল্লার কোনো গাড়ী চলাচল করছে না।
আজ ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ শুরু করে উপজেলা পরিষদ চত্বর ঘুরে পুনরায় বাসস্ট্যান্ড গোল চত্বরে এসে ঝালকাঠি-কাঠালিয়া-পাথরঘাটা সড়কের উপর অবস্থান নেয়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা বদু মুন্সী ও তার ছেলে প্রিন্স মুন্সী অবস্থানকারীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে।
তখন পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠি চার্জ করে। ফলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের লাঠি চার্জে তিন শিক্ষার্থীসহ অত্যান্ত পাঁচজন আহত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন ও থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন সরকারের অনুরোধে শিক্ষার্থীরা সড়কের অবস্থান থেকে সরে দাড়ান।