কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ-
“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ ¯েøাগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আইন শৃংখলা বিষয়ক ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ৪ ডিসেম্বর সকালে কাঠালিয়া থানা পুলিশের আয়োজনে পুলিশ ভবনের সামনের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, সহকারি পুলিশ সুপার মুহিতউল ইসলাম।
থানা অফিসার ইনচার্জ মংচেনলার সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউস ডেতে রাজনীতিবিধ, কমিউনিটি পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক, গ্রাম পুলিশ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন আইন ও বিষয় সর্ম্পকে উপস্থিত জনতা প্রশ্ন করলে পুলিশ সুপার উজ্জল কুমার রায় তার উত্তর ও সমাধান তুলে ধরেন।