কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর চেঁচরী গ্রামের বারানী খালে শিকারী বাড়ীর ব্রীজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১৯ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় কাঠালিয়া থানা পুলিশের একটি দল এ মরদেহটি উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান সকাল ৮ টায় শিকারী বাড়ীর সামনের বারানী খালে অর্ধ গলিত একটি লাশ ভাসতে দেখে তারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রয় পুলিশের একটি দল নিয়ে বারানী খাল থেকে মরদেহটি উদ্ধার করে থানা নিয়ে আসে।
কাঠালিয়া অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, অজ্ঞাত মরদেহটি আনুমানিক ২-৩ দিন আগে মৃত্যু হয়েছে, তার শরীরের বিভিন্ন স্থানে পঁচন ধরেছে। বেওয়ারীশ লাশ হিসেবে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। লাশটি সনাক্তের চেষ্টা করছে।