জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৫৪ জন সাধারণ সদস্য ও ১৮ জন সংরক্ষিত সদস্য শপথ গ্রহণ করেছেন। আজ ১২ জুলাই সোমবার ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বিবেচনা করে ৬টি ধাপে শপথ বাক্য পাঠ করা হয়।
এ সময় কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন ও আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদারসহ রাজনীতিবিদ, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা ।