কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়নে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬জানুয়ারি ) বেলা ১১ টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভির অর্থায়নে রূপান্তর এনজিও অনুষ্ঠানটি আয়োজনে করে।
ওরিয়েন্টেশনে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়। সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এবং দি ইউএসএআইডি আইন সহায়তা এক্টিভিটি প্রকল্পের ও রূপান্তর এনজিও’র উপজেলা কর্মকর্তা মো: আজিজুল হক এর পরিচালনায় বিভিন্ন শ্রেণী পেশার ১৫ জন সদস্য ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন ।