কাঠালিয়া( ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি মোহনা টিভি’র কাঠালিয়া প্রতিনিধি মো : মাসুম বিল্লাহ কে কেক খাইবেন। কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন,কাঠালিয়া প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক মোঃ মহসিন খান। অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন, কাঠালিয়া থানা ওসি তদন্ত, সমীর কুমার দাস, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন।
বক্তব্য রাখেন, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান রূপালী ব্যাংক টিএলসি কাঠালিয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নাঈম আহমেদ, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ সাখাওয়াত হোসেন অপু সিকদার প্রমূখ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, মামা আনিসুর রহমান,মো: ইসরাফিল তালুকদার,মো: জাকির হোসেন হাওলাদার, কাঠালিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সারওয়ার হোসেন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম নাসির উদ্দিন, ক্যাশিয়ার মো: জাকির হোসেন , নির্বাহী সদস্য মোঃ মাসুম বিল্লাহ জুয়েল সদস্য, মো: শাকিল আহমেদ সাংবাদিক আসাদুজ্জামান সোহাগ, ইলিয়াস খান, মো: মাহফুজুর রহমান , মোহনা টিভি কাঠালিয়া প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ’র সহধর্মিনী, মোসাম্মৎ শামসুন্নাহার রুবি, পুত্র মোনাইন বিল্লা মাহি।