কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে মোঃ শান্ত হাওলাদার (১৯) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বুধবার রাতে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পূর্ব ছিটকী গ্রামে এ ঘটনা ঘটে। শান্ত হাওলাদার পূর্ব ছিটকী গ্রামের মোঃ আমির হাওলাদারের ছেলে ও বড়ইয়া ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, শান্ত হাওলাদার বুধবার রাতে তার মায়ের কাছে টাকা চাইলে তার মা টাকা না দিলে ঘরের দরজা বন্ধ করে ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এসময় স্থানীয় লোকজন দরজা ভেঙ্গে শান্ত হাওলাদারকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।