কাঁঠালিয়া(ঝালকাঠি)প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়ায় আমেরিকা প্রবাসী জিএম কাওসার রোমান প্রতিষ্ঠিত বযলুর রহমান হক্কোনূর মেমোরিয়াল ট্রাষ্টের ১৬তম বৃর্ত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এ বৃর্ত্তি পরীক্ষায় উপজেলার দেড় শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১ম -১০ শ্রেণির ৩৪৬জন মেধাবী শিক্ষার্থী অংশ নেয়।
ট্রাষ্টের আহবায়ক আলহাজ্ব মো. মঞ্জিল মোর্দেশ (পীর সাহেব) জানান, ২০১০সালে প্রতিষ্ঠিত এ ট্রাষ্টের মাধ্যমে প্রতিবছরের ন্যায় এবছরও অংশ গ্রহণকারী শিক্ষার্থীদেরকে ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় ৭৫% নম্বর প্রাপ্ত প্রত্যেক শ্রেণির শিক্ষার্থী ১৫০জনকে বৃর্ত্তি প্রদান করা হবে