কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় তারুণ্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় ছৌলার চর পর্যটন কেন্দ্রের অডিটোরিয়ামে তারুণ্যের এ উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম তারুণ্যের উৎসবের বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাংচেনলা উপস্থিত ছিলেন।