ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রোববার (০৬ জুন) তৃতীয় দিনে দলটির ২১ জন মনোনয়ন ফরম নিয়েছেন। এ নিয়ে তিনটি সংসদীয় আসনের ৬১ জন নৌকার মনোনয়ন ফরম নিলেন।
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান জানান, ঢাকা-১৪ আসনে ৯ জন, সিলেট-৩ আসনে ৬ জন এবং কুমিল্লা ৫ আসনে ৬ জনসহ আজকে মনোনয়ন ফরম নিয়েছেন ২১ জন।
রোববার (৬ জুন) ঢাকা ১৪ আসনে মনোনয়ন ফরম নিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য একেএম দেলোয়ার হোসেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এএমএম মতিউর রহমান, শাহ আলী থানা আওয়ামী লীগ সভাপতি এসএম হানিফ, মহিলা আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিন, সাবেক ছাত্রলীগ নেতা হাসানুর রশিদ, মিরপুর থানা আওয়ামী লীগ সদস্য হায়দার আলী খান, দারুস সালাম থানা মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা ইতি, দারুস সালাম থানার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো আলী আশরাফ, জার্মান আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুর রহমান।
সিলেট-৩ আসনের জন্য মনোনয়ন ফরম তুলেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ বদরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের জনসংখ্যা বিষয়ক উপ কমিটির সদস্য মো ইহেতাশামুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো আবু জাহিদ, সিলেট জেলা যুবলীগের সাবেক সদস্য মো জাহেদ হাসান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য আবু রকিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মজিবুর রহমান জকন।
কুমিল্লা ৫ আসনে মনোনয়ন ফরম নিয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মাহতাব হোসেন, ব্রাহ্মণ্য পাড়া আওয়ামী লীগের সদস্য জিয়াউল হাসান মাহমুদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতা নওশের আলম, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আল আমিন, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখলাখ হায়দার।
বুধবার (০২ জুন) আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদের এই তিনটি আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন ফরম নেওয়ার আহ্বান জানায় আওয়ামী লীগ।
শুক্রবার (৪ জুন) থেকে বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করবে দলটি। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং আবেদনপত্র জমা দিতে হবে।
সংশ্লিষ্ট আসনের উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীকে অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। আগামী ১০ জুন বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ শূন্য আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই। বুধবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তিনি জানান, এই তিন আসনের উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ জুন, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৭ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগ্রহণ ১৪ জুলাই।