ঝালকাঠি প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন,আমাদের আন্দোলন সংগ্রাম ছিল একটি কারণ, স্বৈরাচারী সরকারকে দেশ থেকে বিতাড়িত করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। স্বৈরাচারী সরকার দেশ থেকে পালিয়ে গেছে। নতুন অন্তর্র্বতীকালীন সরকার গঠন করা হয়েছে, আমরা সমর্থন দিয়েছি। আমরা এখনও সমর্থন দিয়ে যাচ্ছি। কিন্তু
আমরা চাই অন্তর্র্বতীকালীন সরকার যা যা সংস্কার দরকার সেগুলি তাড়াতাড়ি শেষ করে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। যাতে দেশের মানুষ নিজের সরকার প্রতিষ্ঠা করতে পারে। উদার গণতান্ত্রিক দল হিসেবে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা দায়িত্ব ও কর্তব্য বিএনপি। সেই দায়িত্ব পালন করতে যে ধরনের সুসংগঠিত ও ঐক্যবদ্ধ দল দরকার তা করা হচ্ছে।
২৩ ফেব্রæয়ারি রবিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাথে মতবিনিময়ের পূর্বে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মো. আকন কুদ্দুসুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মো. মাহাবুবুল হক নান্নু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও ঝালকাঠি জেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটি আহবায়ক মো. হায়দার আলী লেলিন। সাংগঠনিক মতবিনিময় সভায় জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও ইউনিট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।