উজিরপুর প্রতিনিধিঃ
জেলার উজিরপুর মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ আলী আরশাদ এবং পরিদর্শক (ওসি-তদন্ত) হিসেবে মোঃ মমিন উদ্দিন দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার রাতে ওসি হিসেবে যোগদান করে দায়িত্বভার বুঝে নিয়েছেন মোঃ আলী আরশাদ। এর আগে ওইদিন সকালে জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন তাকে (আলী আরশাদ) উজিরপুর মডেল থানার ওসি হিসেবে যোগদানের আদেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার নবাগত পরিদর্শক (ওসি-তদন্ত) মোঃ মমিন উদ্দিন। তিনি (মমিন) গত ৪ জুলাই একই থানায় যোগদান করেছেন। এর আগে তিনি মেহেন্দিগঞ্জ থানায় কর্মরত ছিলেন। থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী আরশাদ এর আগে বরিশাল জেলা কোর্ট পুলিশের পরিদর্শকের দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, একটি হত্যা মামলার নারী আসামিকে রিমান্ডে এনে শারীরিক ও যৌণ নির্যাতনের অভিযোগে গত সোমবার উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মাইনুল ইসলাম এবং দায়িত্বে অবহেলার অভিযোগে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল আহসানকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।