জনতার খবর ডেক্সঃ
ঈদুল আযহাকে ঘিরে কয়েকদিনের জন্য সীমিত পরিসরে দোকানপাট এবং শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোরবানি’র ঈদে মানুষের চলাচল ও পশুরহাটে কেনা-বেচার বিষয় বিবেচনা করে আগামী ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত আট দিন চলমান কঠোর বিধি-নিষেধ শিথিল করতে যাচ্ছে সরকার। তবে ঈদের পর আবারও ১৪ দিনের জন্য শাটডাউনে যাবে দেশ।
এই আটদিন স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের সুযোগ দেওয়া হবে। তবে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব অফিস। স্বাস্থ্যবিধি মেনে চলবে লঞ্চও।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ বিষয়ক নথি অনুমোদন হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। যে কোনো সময় প্রজ্ঞাপন জারি হবে।
আগামী ২১ জুলাই বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আযহা।