দেশে লাফিয়ে বাড়ছে করোনায় মৃত্যু ও শনাক্ত।কোনো কিছুতেই এ মহামারির রাশ টানা যাচ্ছে না। আগের রেকর্ড ভেঙে হচ্ছে নতুন রেকর্ড। সংক্রমণ বৃদ্ধির মুখে ঝালকাঠির জেলা-উপজেলার হাসপাতালগুলোতে যথারীতি বাড়ছে রোগীর চাপ। এমন পরিস্থিতিতে চিকিৎসার পাশাপাশি অক্সিজেন সরবরাহ করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
তাই করোনা রোগীদের জন্য ঝালকাঠি জেলার প্রত্যেকটি হাসপাতালের জন্য অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।বুধবার (৪ আগস্ট) ঝালকাঠির সবগুলো হাসপাতালের জন্য এ সিলিন্ডার প্রদান করেন।
গত এপ্রিলে ঝালকাঠিতে ডায়েরিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় আইভি স্যালাইনের সংকট দেখা দিয়েছিলো ঠিক তখন ঝালকাঠি সদর হাসপাতাল ও নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ হাজার আইভি স্যালাইন প্রদান করেন এমপি। এদিকে করোনা রোগীদের জন্য এমপি অক্সিজেন দেওয়ায় ঝালকাঠিবাসী তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।