ঝালকাঠি প্রতিনিধি:
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ১৪ দলের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতীবিদ ঝালকাঠি-২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু’র মাতা মরহুমা আকলিমা খাতুনের ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মোনাজাত হয়েছে।
মঙ্গলবার আছর বাদ ঝালকাঠির বিনয়কাঠী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে ভার্চুয়াল অংশগ্রহন করেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক মন্ত্রী সংসদ সদস্য আমির হোসেন আমু। ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দোয়া মেনাজাতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক আঃ ছত্তার তালুকদার,নব ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন পলাশসহ ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠন। মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এছাড়াও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান এর উদ্যোগে মঙ্গলবার জোহর বাদ সদর উপজেলা পরিষদ জামে মসজিদে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আঃ মান্না।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঝালকাঠি জেলার একটি এতিম খানায় এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।