আন্তর্জাতিক ডেস্ক::
আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ভারতের প্রতি অনুরোধ করেছেন সাবেক আফগান প্রধানমন্ত্রী ও হিজবে ইসলামের (এইচআই) প্রধান গুলবুদ্দিন হেকমতিয়ার। একই সঙ্গে আফগানিস্তানের যুদ্ধ বন্ধে শান্তিপূর্ণ সমাধান প্রচেষ্টায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন তিনি। কাবুলে সাংবাদিকদের তিনি বলেন, আফগানিস্তানের ভবিষ্যত কি হবে সে বিষয়ে বিবৃতি দেয়ার পরিবর্তে নয়া দিল্লির উচিত হবে তার অভ্যন্তরীণ ইস্যুগুলোতে দৃষ্টি দেয়া। এ খবর দিয়েছে অনলাইন ডন। হেকমতিয়ার বলেন, আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখানো উচিত নয়া দিল্লির। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই কাবুলে একটি নতুন সরকার গঠিত হবে। এই সরকার আফগান জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে। আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মানসুর আহমেদ খান রোববার কাবুলে এইচআইয়ের অফিসে সাক্ষাৎ করেন হেকমতিয়ারের সঙ্গে। আফগানিস্তানে রাজনৈতিক গ্রুপগুলো এবং তালেবানের মধ্যে নতুন সরকার গঠন নিয়ে আলোচনা করেন তারা।