ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও চ্যানেল-২৪, যুগান্তর ও বাসস এর জেলা প্রতিনিধি আককাস সিকদারের বিরুদ্ধে বরিশালে দায়ের করা মিথ্যা মামলায় নিন্দা ও প্রতিবাদ এবং অনতিবিলম্বে মামলার প্রত্যাহারের দাবী করেছে প্রেস ক্লাব।
ঝালকাঠি প্রেস ক্লাবে বৃহস্পতিবার রাতে নির্বাহী কমিটির জরুরী সভায় প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্ত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঝালকাঠি জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি ফাতেমা শরীফ গত ৫ আগষ্ট বরিশালের কোতয়ালী মডেল থাকায় আককাস সিকদারের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ এনে মিথ্যে ও মনগড়া একটি মামলা দায়ের করে।
গত ১ আগষ্ট থেকে আককাস সিকদার ঢাকায় অবস্থান করছিল। অভিযোগ করা হয়েছে, বরিশাল শহরে প্রকাশ্য দিবালকে সড়কে বসে ফাতেমা শরীফকে মারধর ও টানা হেচড়া করা হয়েছে। বরিশাল কোতয়ালী থানা পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাটি মিথ্যা ও সাজানো বলে তথ্য পেয়েছে।