বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে বাংলাদেশ আওয়ামীলীগ, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সদস্য ও কর্নফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন এর পরিচালক মনিরুজ্জামান মনির।আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে ত্রান বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ত্রান বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বর এর সঞ্চালনায় ও সহ সভাপতি আহ আলম মন্টু এর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, সাংগাঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন মাসুদ শিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবু, ৬ নং মঠবাড়ী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শাহজালাল আহমেদ প্রমূখ।পরিশেষে উপজেলার ১৩০০পরিবারের মাঝে ৫কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু বিতরণ করেন প্রধান অতিথি মনিরুজ্জামান মনির।