পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে ননদ (২৫) ও ভাবিকে (২৩) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের ভুক্তভোগীর ভাই দ্বীপক চন্দ্র শীল বাদী হয়ে রোববার রাতে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। এদিকে ননদ ও ভাবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ভুক্তভোগী ওই দুই নারী বলেন, পূর্ব পরিচিত প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন খাঁ (৪০) নিয়মিত আমাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। তারা বলেন, গত শনিবার আমরা ননদ-ভাবি শিশুসন্তান নিয়ে বাড়িতে ছিলাম। ওই দিন বাড়িতে কোনো পুরুষ ছিল না। এ সুযোগে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন তাদের বাড়িতে এসে এলার্জি ও শ্বাসকষ্টের ওষুধের কথা বলে পানির সঙ্গে চেতনানাশক ওষুধ খাওয়ায়। এটি খাওয়ার কিছুক্ষণ পর আমরা অচেতন হয়ে পড়ি। এদিকে ওই বাড়ির পুরুষরা ফোন দিয়ে তাদের কোনো খোঁজখবর না পেয়ে বিষয়টি প্রতিবেশী ঝন্টু চন্দ্র বিশ্বাসকে জানান। পরে প্রতিবেশী ঝন্টু বিশ্বাস আরও লোকজন নিয়ে বাড়িতে গিয়ে দেখেন ননদ-ভাবি অচেতন অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। পরে তাদের উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত নেওয়া হবে।