জনতার খবর ডেক্সঃ
ঈদুল আযহা ও মানুষের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে লকডাউন শিথিল করেছে সরকার। ১৫ জুলাই সকাল ৬ টা থেকে ২৩ জুলাই পর্যন্ত সারাদেশে দোকানপাট ও বিপণিবিতান খোলা থাকছে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা লকডাউন শিথিলের প্রজ্ঞাপনে এ তথ্য দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ঈদ–পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই, বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত সব ধরনের বিধিনিষেধ শিথিল করা হলো। এ সময় জনগণকে সতর্ক অবস্থায় থাকতে হবে। মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।