বিনোদন ডেস্কঃ জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন। ফের বিয়ে করেছেন তিনি। গত ২রা ফেব্রুয়ারি তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পারিবারিকভাবে বিয়ে সারেন সারিকা। তার স্বামীর নাম বি আহমেদ রাহি। পেশায় তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পাশাপাশি দৃক ব্যান্ডের বেজ গিটারিস্ট, গীতিকবি ও সংগীত পরিচালক তিনি। সারিকা বলেন, দুই পরিবারের পছন্দেই আমাদের বিয়ে হয়েছে।
করোনার কারণে বড় পরিসরের অনুষ্ঠান করা সম্ভব হয়নি, বাসাতেই বিয়ে হয়েছে। তিনি বলেন, বিয়ের দিনটা সুন্দর। দুই দুই বাইশ! দিনটি স্মরণীয়। যে বিশ্বাস আর ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি, সারাজীবন যেন এটা বজায় থাকে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই। তার আগে ১২ই ডিসেম্বর আমাদের বাগদান হয়। ওইদিন বিয়ে প্রসঙ্গে এই অভিনেত্রী জানান আরও আগে বিয়ের অনুষ্ঠান হতো। পরিবারের কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত ছিলেন বলে সেটা করা যায়নি। এজন্য বিয়ের তারিখ ১৫ দিন পিছিয়েছে।
২রা ফেব্রুয়ারি বিয়ের পর ৩রা ফেব্রুয়ারি শ্বশুরবাড়িতে যান সারিকা। তিনি বলেন, আমার শ্বশুর নেই। শাশুড়ি ও ননদ আছেন। বাসায় গেলে তারা ফুল দিয়ে আমাকে বরণ করে নেন, কেকও কাটেন। শশুরবাড়ির সবাই আমাকে খুব ভালোবাসেন। বিয়ে করলেও কাজে ভাটা পড়বে না বলে জানালেন সারিকা। আগামী মাস থেকেই শুটিংয়ে ফিরবেন তিনি। তিনি জানান, আগামী ১২ই ফেব্রুয়ারি থেকে শুটিংয়ে ফিরবেন। এর আগে ২০১৪ সালে ১২ই আগস্ট ব্যবসায়ী ফাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। ওই সংসারে এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে আসে কন্যাসন্তান। ২০১৬ সালে সারিকার ওই সংসার ভেঙে যায়। ২০০৬ সালে মডেলিং শুরু করেন সারিকা। তারপর একটি মোবাইল ফোন কোম্পানির বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সারিকার।
সূত্রঃ মানবজমিন।