বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সাখারি এলাকার সাত বছর আগে খুন হওয়া শামীম নামে এক যুবককে হঠাৎ সাইকেল চালিয়ে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী হতবাক। ঐ যুবকে খুনের মামলায় সাড়ে চার মাস জেল খেটে আজিজার রহমান সাত বছর ধরে আদালতে হাজিরা দিয়েও আসছেন।
৯ আগস্ট সোমবার সকালে হঠাৎ শামীমের দেখা মিলেছে বগুড়ার সদর উপজেলার মানিকচক এলাকায়। বর্তমানে শামীম বগুড়া সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।শামীম সদর উপজেলার শাখারিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাহিন। আর আজিজার রহমান পার্শ্ববর্তী এলাকা মানিকচকের বাসিন্দা। তার বাবার নাম মৃত ধলু প্রামাণিক।
আজিজার রহমান বলেন, ‘শামীমের কাছ থেকে এক লাখ টাকা পাওনা ছিল আমার। সাত বছর আগে শামীমকে টাকার জন্য চাপ দেই। ওই সময়ই শামীম গ্রাম থেকে উধাও হয়ে যায়। পরে আমার বিরুদ্ধে হত্যা মামলা করেন শামীমের মা ঝর্ণা বেগম।
তিনি বলেন, ‘শামীম হত্যা মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এ মামলায় সাড়ে চার মাস জেল খেটেছি। এখনো নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছি। সোমবার সকালে মানিকচক এলাকায় শামীমকে বাইসাইকেল চালিয়ে ঘোরফেরা করতে দেখা যায়। পরে আমার ছোট ভাই তাকে আটক করে। পরবর্তীতে বিষয়টি ছড়িয়ে পড়লে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
বগুড়ার সদর থানা অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, ‘ শামীম বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তিনি প্রায় পাঁচ বছর আগে আদালতে হাজিরও হয়েছিল বলে আমাদের বলা হচ্ছে। আর হত্যা মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।