জনতার খবর ডেক্সঃ
শর্ত সাপেক্ষে গ্লোব বায়োটেকের করোনার টিকার ট্রায়ালের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)।
১৬ জুন আজ বুধবার দুপুরে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) এ সিদ্ধান্তের কথা জানান।
গ্লোব বায়োটেকের টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে টিকা উৎপাদনে ওষুধ প্রশাসনের অনুমতি পায় গত বছরের ২৮ ডিসেম্বর।
গত বছরের ১৮ অক্টোবর গ্লোব বায়োটেকের তৈরি করা তিনটি ভ্যাকসিনকে প্রি-ক্লিনিক্যাল ক্যান্ডিডেটের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।