ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠি পরিবহণ মালিক ও শ্রমিক প্রতিনিধি এবং লঞ্চ মালিকদের প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে এই সভায় ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মাইনুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কামাল হোসেন উপস্থিত ছিলেন।
বুধবার থেকে লকডাউন তুলে নেয়া হচ্ছে এবং লঞ্চ ও বাসে পূর্বের ন্যায় যাত্রী বহন করবে তবে যাত্রীদের লকডাউন পূর্বভাড়া দিতে হবে। কোন ধরণের অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না। লঞ্চ ও বাস কর্তৃপক্ষকে যাত্রী উঠানোর সময় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। মাস্ক ব্যাতিত কোন যাত্রীকে পরিবহন করা যাবে না।
সভায় ঝালকাঠি বাস মালিক সিমিতির যগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ, সহসভাপতি আলমগীর হোসেনসহ বাসমালিক সমিতির সদস্য এবং ঝালকাঠির সুন্দরবন ও ফারহান লঞ্চ কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।