কক্সবাজার প্রিতিনিধিঃ
রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে বসত ঘরের ভেতরে মাটি খুটে মিলল ২ লাখ ৬৮ হাজার পিস ইয়াবা। এত বড় ইয়াবার চালান আটকে রীতিমত হতবাক আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তারা।
র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ৪ আগষ্ট উখিয়ার থাইংখালী ১৯ নং ক্যাম্পের ভেতরে বিশাল পরিমান ইয়াবা মজুদ আছে এমন খবরে অভিযান চালিয়ে ক্যাম্পের ভেতরে একটি বাড়ি থেকে এই বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় রোহিঙ্গা কলিম উল্লাহ,পিতা মুত জাহিদ হোসেন এবং তার ছেলে কেফায়েত উল্লাহকে আটক করা হয়। এছাড়া অভিযানে ২৮,০৫০ মিয়ানমারের মুদ্রাও উদ্ধার করা হয়েছে। আসামীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে ও জানিয়েছে র্যাব।