আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার এক শীর্ষস্থানীয় জেনারেল নিহত হয়েছে। দেশটিতে সামরিক হামলার প্রেক্ষাপটে এটি রাশিয়ার জন্য বড় ধরনের একটি বিপর্যয় বলে ধারা করা হচ্ছে। নিহত মেজর জেনারেল অ্যান্ড্রেই সুখোভাস্তি ছিলেন ৪১তম কম্বাইনড আর্মস আর্মি অব রাশিয়ার উপ-কমান্ডার। বুধবার রুশ সামরিক বাহিনী ইউক্রেনের প্রতিরোধের মুখে পড়লে তিনি নিহত হন।
জেনারেল অ্যান্ড্রেই সুখোভাস্তিকে হত্যা করেছে বলে ইউক্রেনীয় স্থানীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। সংবাদমাধ্যমটি নিহত জেনারেলের এক সহকর্মীর সোশাল মিডিয়ায় প্রকাশিত পোস্টের বরাতে এই দাবি করেছে। ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলো তাদের খবরের সূত্র হিসেবে রাশিয়ার সাবেক সেনাদের সংগঠন কম্ব্যাট ব্রাদারহুডের একজন ডেপুটি সের্গেই চিপিলেভের টুইটারের পোস্টকে উল্লেখ করেছে।
বিস্তারিত না জানিয়ে চিপিলেভ লিখেছেন, ইউক্রেন ভূখণ্ডে বিশেষ অভিযানের সময় আমাদের বন্ধু মেজর জেনারেল আন্দ্রেই আলেক্সান্দ্রোভিচ সুখোভেতস্কি নিহতের দুঃখজনক খবর আমরা পেয়েছি। ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট বেলিংক্যাটের নির্বাহী পরিচালক ক্রিস্তো গ্রোজেভ মৃত্যুর খবরটি টুইট করেছেন। তিনি লিখেছেন, যদি এই খবর সত্যি হয় তাহলে রাশিয়ার সেনাবাহিনীর মনোবল ব্যাপকভাবে ভেঙে দেবে।
ইউক্রেনীয় সংবাদামধ্যম ফাক্তি জানিয়েছে, সুখোভেতস্কি ২০২১ সালের অক্টোবর থেকে সর্বশেষ পদে রয়েছেন এবং তিনি নভোবির্স্কতে দায়িত্ব পালন করছিলেন। তিনি মস্কোর রেড স্কোয়ারের বিজয় কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন দুবার। তাকে অর্ডার্স অব কারেজ, দ্য অর্ডার অব মিলিটারি মেরিট ও মেডেল অব কারেজ পুরস্কার দেওয়া হয়েছিল।