বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় রাজাপুর উপজেলার ২নং শুক্তাগড় ইউনিয়ন পরিষদের কনিষ্ঠ সদস্য হিসাবে ১২ জুলাই উপজেলা সভাকক্ষে বিকাল তিনটায় শপথ গ্রহণ করেছেন আসাদুল মৃধা।
তিনি গত ২১ জুন প্রথম ধাপের নির্বাচনে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ড থেকে ৭৩৩ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জলিল মোল্লা পান ৩০৩ ভোট। নির্বাচনের দিন তাঁর বয়স ছিল ৩০ বছর ৮ মাস। শুক্তাগড় ইউপির ৫ নং ওয়ার্ডের ভোটার হারুন মোল্লা বলেন, এই ইউনিয়নের ইতিহাসে আসাদুল মৃধা সবচেয়ে কম বয়সে মেম্বার নির্বাচিত হয়েছেন।
আসাদুল মৃধা বলেন, ‘আমার প্রতি মানুষের এই অগাধ ভালোবাসার সঠিক সম্মান দেওয়ার চেষ্টা করব। এলাকার রাস্তাঘাট উন্নয়নসহ এলাকাবাসীর সেবা করে যাব।উল্লেখ্য যে আসাদুল মৃধা সাবেক দুই বারের ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মন্নান মৃধার কনিষ্ঠ ছেলে।