লেখক মোঃ আজমীর
অনার্স ১ম বর্ষ
ওরে ও মুক্তি পাগল
কোন পূজারি দিচ্ছে আগল ?
ভেঙ্গে ফেল বন্দী শিকল
পায়ের তলায় কররে বিকল!
কে তোর ধার আটকাতে পারে ?
চলে আয় সাহসী হুঙ্কারে!
কে তোরে বন্দী করে রাখতে পারে ?
ভেঙ্গে ফেল দুনিয়ার ঐ কারাগারটারে!
কার আছে হিম্মত তোরে আটকাবে ?
দেখবি না চেয়ে তুই আর নিরবে!
কার গড়া খাচায় বন্দী হবি ?
জ্বলে ওঠ তুই হয়ে রবি!
উঁচু শির কি করে নত হয় ?
মুক্তি পাগল কখনো কি পরাধীন রয় ?
যার শরীরে স্বাধীনতার বাতাস বয়,
কি করে সে ঘরের কোনে পরে রয় ?