জনতার খবর ডেক্সঃ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি ও করোনা মহামারীতে ক্ষতি কাটিয়ে উঠতে একটি জাতীয় কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৬ আগষ্ট শুক্রবার বিকালে বিএনপির আয়োজনে শিক্ষা বিষয়ক এক ভার্চুয়াল আলোচনা সভা থেকে সরকারের কাছে তিনি এই দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, “করোনার সময়ে এই যে ক্ষতিটা হয়েছে তা মারাত্মক। আজকে শিক্ষাক্ষেত্রে যেসব সমস্যা সৃষ্টি হয়েছে সেটা আমাদের অর্থনীতিকে, আমাদের রাজনীতিকে, আমাদের ভবিষ্যতকে প্রভাবিত করছে।
“এজন্য একটা জাতীয় কমিশন গঠন করা দরকার। শিক্ষাবিদ, অভিভাবক, শিক্ষার্থীদের নিয়ে একটা জাতীয় কমিশন অবিলম্বে তৈরি করা প্রয়োজন এবং অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে পরিকল্পনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া প্রয়োজন।”
জাতীয় কমিশন গঠন করে তাদের পরামর্শ অনুযায়ী শ্রেণিক্ষের ক্লাস শুরু করার ব্যবস্থা নিতে সরকারে প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিফট করে, বিভিন্নরকম ক্যারিকুলাম প্রণয়ন করে শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে হবে।