বুলবুল আহমেদ,রাজাপুর প্রতিনিধিঃ
আপনার সাহায্যে বাঁচতে পারে দরিদ্র, নিরুপায় মো: দেলোয়ার হাওলাদার এর জীবন। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ২ নং শুক্তাগড় ইউনিয়নের ০৮ নং শুক্তাগড়, গ্রামের মৃত : এস্কেন্দার আলী হাওলাদার এর ছেলে। তার জীবন বাঁচাতে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। উনার বাম পায়ে পচন ধরছে ।
তিনি স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। বর্তমানে তার বাম পায়ে ইনফেকশন শুরু হয়েছে। তিনি বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। অন্যথায়, তার পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে । দিন দিন তার শারীরিক সমস্যা আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে। তার পরিবারের পক্ষে এই চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না।যা টাকা পয়সা ছিল তা দিয়ে তার দরিদ্র পরিবার চিকিৎসা করিয়ে আজ নিঃস্ব প্রায়।
অতি কষ্টে দিন কাটান দরিদ্র অসহায় দেলোয়ার। এমতাবস্থায় অসহায় দেলোয়ার হাওলাদারের সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সাহায্য কামনা করেছেন। অসহায় দেলোয়ার হাওলাদার এর চিকিৎসার সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করতে পারেন তার ছোট ভাই অহেদুল হাওলাদারের সাথে মোবাইল নম্বরে-01726-675986/01934-896554