নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
চলমান কঠোর লকডাউনের মধ্যেও থেমে নেই মাদক ব্যবসায়ীদের ব্যবসা। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকায় পুলিশের চেকপোস্টে দুইজনের দেহ তল্লাশী চালিয়ে তিনশ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, সড়কপথে জেলার প্রবেশদ্বার ভুরঘাটা এলাকায় কঠোর লকডাউন সফল করার জন্য চেকপোস্ট বসিয়ে অবৈধ যানবাহন নিয়ন্ত্রন করা হচ্ছিল। মঙ্গলবার সন্ধ্যায় চেকপোস্ট এলাকায় সন্দেজনকভাবে ঘোরাফেরা করায় পুলিশ দুই ব্যক্তিকে আটক করে তাদের দেহ তল্লাশি চালিয়ে তিনশ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ওই দুইজনকে গ্রেফতার করে।
ওসি আরও জানান, গ্রেফতারকৃতরা হলো-মাদারীপুর সদর থানার খোয়াজপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন বেপারীর পুত্র জসিম বেপারী (৩৫) ও বানারীপাড়া উপজেলার কচুয়া গ্রামের জয়নাল বালীর পুত্র ইসলাম বালী (৪৫)। এ ঘটনায় ওইদিন রাতে থানায় মামলা দায়েরের পর বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।