ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঢাকার ব্যবসায়ী ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামালকে জেল হাজতে প্রেরণ করেছে।
রবিবার রাজাপুর থানা পুলিশ তাকে আদালতে সোর্পদ করলে এই আদালতের বিচারক শেখ মোঃ আনিসুজ্জামান তার জামিন আবেদন না মঞ্জুর করে জেলা হাজতে প্রেরণ করেন। গত ৭ জুলাই ২০২১ তারিখ রফিকুল ইসলাম জামাল প্রধানমন্ত্রীকে অশ্লীন কটুক্তি করে ফেইসবুকে পোস্ট দেয়। রাজাপুর উপজেলার যুবলীগ নেতা সাব্বির খান সংক্ষুব্দ হয়ে রাজাপুর থানায় ৮ জুলাই ২০২১ তারিখ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে।
রাজাপুর থানা পুলিশ ঢাকা থেকে শনিবার রাতে গ্রেফতার করে রবিবার ঝালকাঠির আদালতে উপস্থাপন করেন। আদালতে বিএনপি সর্মথক আইনজীবীরা সম্মিলীতভাবে জামিন চেয়েছিলেন। রফিকুল ইসলাম জামাল রাজাপুর উপজেলার বড়ইয়া গ্রামের বাসিন্দা ও ঢাকায় ব্যবসা করছেন।