জনতার খবর ডেক্সঃ
করোনা শুধু আমাদের দেশ নয়, সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। সেজন্য আমাদেরও সচেতন হতে হবে। কিন্তু সেটা অনেকেই মানতে চাইছেন না। এ বিষয়ে হতাশা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার পুলিশ দিয়ে কতো সচেতন করবে, যদি নিজেরা সচেতন না হই?
গতকাল ১২ জুলাই সোমবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের সংগে আলাপকালে তিনি বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে সব সময় আহ্বান করে আসছি, যাতে জনগণ স্বাস্থ্য-বিধি মেনে চলে। যতোক্ষণ পারা যায় মাস্ক পরে থাকতে হবে। কিন্তু সেটা অনেকে মানতে চায় না।
করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই বিধি-নিষেধ শিথিল করতে যাচ্ছে সরকার। আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে কঠোর লকডাউন তুলে নেয়া হবে।
বিধি-নিষেধ শিথিলের বিষয়ে পুলিশের প্রতি কী নির্দেশনা থাকবে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুধু পুলিশ নয়, প্রশাসনের সবাই মাঠে কাজ করছে। মূল বিষয়টা হলো- আমাদের যে সিদ্ধান্ত, তা জনগণকে জানিয়ে দেওয়া ও সচেতন করা এবং জনগণ যাতে সেটা মেনে চলে সেই ব্যবস্থা করা। আমাদের পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ সবাই এক সংগে কাজ করছে।