নলছিটি প্রতিনিধিঃ
বৈশ্বিক করোনা ভাইরাস মহামারী কোভিড-১৯ প্রতিরোধে করণীয় বিষয় সম্পর্কে ঝালকাঠির নলছিটি পৌরসভার উদ্যোগে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় পৌরসভা মিলনায়তনে নলছিটির পৌর পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খাঁন বলেন, আমাদের নলছিটি পৌরসভার করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থায় চলে গেছে। জনসাধারণ সরকারি নির্দেশনা মানছে না।চোর পুলিশ খেলা খেলছে। উপজেলা প্রশাসন আমাদের সাথে সমন্বয় করছেন না। তাঁরা আমাদের সাথে যোগাযোগ রেখে একযোগে কাজ করলে করোনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
বক্তব্য রাখেন পৌর আওয়ামী সাধারণ সম্পাদক জনার্দন দাস, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ, বীর মুক্তিযোদ্ধা ও পৌর কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী,