নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অসহায় অসচ্ছল শিল্পীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার।
আজ ২৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টার নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার এর কার্যালয় ১০ জন অসচ্ছল শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে জনপ্রতি ২ হাজার ৫শত টাকা নগদ অর্থ প্রদান করেন।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা সিকদার,রুপাতলী জাগুয়ার কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক মেসবাহ উদ্দিন খান রতন, বিজনেস বাংলাদেশের ঝালকাঠি জেলা প্রতিনিধি ও শিক্ষক মোঃ আমির হোসেন, জেড.এ. ভুট্টো ডিগ্রী কলেজের সহকারী শিক্ষক (গ্রন্থাগার বিজ্ঞান) ও সাংবাদিক মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।