রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীর চরে আটকে পড়া অভিযান-১০ নামের লঞ্চটি এখনও উদ্ধার করা যায়নি। এতে লঞ্চে থাকা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
ঢাকা-বরগুনা রুটে যাত্রী নিয়ে বরগুনা যাওয়ার পথে বৃহস্পতিবার রাত সোয়া ৩টায় একই দিকে যাওয়া শাহারুখ-২ নামের আরেকটি লঞ্চকে ওভারটেক করতে গিয়ে ডুবোচরে উঠে যায় লঞ্চটি। এ ঘটনার ৩১ ঘণ্টা পার হলেও লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি।
অভিযান-১০ লঞ্চের মাস্টার মাসুদ আলম বলেন, ‘শুক্রবার মধ্যরাতে জোয়ারের সময় অনেক চেষ্টা করেও লঞ্চটি সরানো সম্ভব হয়নি। বরং ইঞ্জিন ভাইব্রেটের কারণে লঞ্চের তলা মাটির নীচে দেবে যাচ্ছে।’
এর আগে বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে আসা অভিযান-১০ ও শাহরুখ-২ লঞ্চ পাশাপাশি পাল্লা দিয়ে বরগুনা যাচ্ছিল। ঝালকাঠির রাজাপুরে এসে শাহরুখ-২ লঞ্চকে পাশ কাটিয়ে পেছনে ফেলে যাওয়ার সময় অভিযান-১০ লঞ্চটি বিষখালী নদীর চরে উঠে যায়।
স্থানীয় বাসিন্দা আলমগীর শরীফ বলেন, ‘সকালে আমরা লঞ্চটি চরে আটকে থাকতে দেখে ট্রলারে করে যাত্রীদের পাড়ে আনতে সহযোগিতা করি।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ছালমা আক্তার বলেন, ‘লঞ্চে থাকা ৪৩৪ জন যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আমরা স্থানীয়দের নিয়ে যাত্রীদের বরগুনা যেতে সহযোগিতা করেছি।’