আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউমেক্সিকোতে ১৮ বছর বয়সি মা এলেক্সিস এলিভা নিজের নবজাতককে একটি ডাস্টবিনে ফেলে পালিয়ে যান । পুলিশ তাকে গ্রেফতার করেছে। সোমবার গ্রেফতারের পর তার বিরুদ্ধে নিজ সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ এনে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। খবর ডেইলি মেইলের।
আচমকা একটি গাড়ি এসে থামল সেখানে। ভেতর থেকে এক তরুণী নামেন। এর পর গাড়ির পেছনের দরজা খুলে কাপড়ে মোড়ানো এক নবজাতককে বের করে ডাস্টবিনে ছুড়ে ফেলে দ্রুতগতিতে সেখান থেকে সটকে পড়েন। ভিডিওতে আরও দেখা যায়, পরে শিশুটির চিৎকারে কয়েক ঘণ্টা পর তিন ব্যক্তি এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।
ডাস্টবিনে ছুড়ে ফেললেও অলৌকিকভাবে শিশুটি তখনো জীবিত ছিল। বর্তমানে নবজাতকের অবস্থা স্থিতিশীল এবং হাসপাতালে নেওয়া হয়েছে। জেলা জজ ডিনা লুসি বলেছেন, আদালতে নবজাতকটির মা এলেক্সিস এলিভার দোষ প্রমাণিত হলে তার ১৫ বছরের জেল হতে পারে।
https://youtu.be/FJt23Czyv6E