ঝালকাঠি প্রতিনিধিঃ
বিষখালী নদীর আকস্মিক ভাঙনে ঝালকাঠি সদর উপজেলার পশ্চিম দেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারের একাংশ ও একটি মসজিদ তলিয়ে যায়। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। তলিয়ে যাওয়ার দৃস্যের ছবি তুলতে গিয়ে নেয়ামত উল্লাাহ হাওলাদার আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নেয়ামত উল্লাাহ হাওলাদার নামের নিখোজ স্কুলছাত্রের লাশ দুই দিনেও উদ্ধার করতে পারেনি বরিশাল ফায়ারসার্ভিসের ডুবুরিদল। উদ্ধার কাজ বন্ধ থাকায় নিখোঁজ স্কুলছাত্রের স্বজনরা দিশেহারা। নদীতে নিমজ্জিত সাইক্লোন সেল্টারের রড ও কংক্রীট থাকার কারনে উদ্ধার করা সম্বব হয়নী বলে জানান ডুবুরিদল। যে কোন সময় বিদ্যালয়ের বাকী অংশ নদীতে তলিয়ে যেদে পারে। ফলে তিন শতাধিক ছাত্রছাত্রীর লেখা পড়া অনিশ্চিত হয়ে পড়েছে।
ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা জানান, পশ্চিম দেউরী এলাকা দীর্ঘদিন ধরে বিষখালী নদীতে ভাঙছে। হুমকির মুখে ছিল সাইক্লোন সেল্টারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা, বসতঘর ও ফসলি জমি। বেজমেন্টে মাটি সরে যাওয়ায় সাইক্লোন সেল্টারটি শুধু পিলারের ওপর দাঁড়িয়ে ছিল। গত দুই দিনধরে নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই দিন ফুট বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার দুপুরে সাড়ে ১২টায় মুহূর্তের মধ্যে নদী তীরের সাইক্লোন সেল্টার কাম সরকারি প্রথমিক বিদ্যালয়ের তিনটি কক্ষ নিয়ে একাংশ ভেঙে বিলিন হয়ে যায়। ভবনের বাকি অংশ যে কোন মুহুর্তে নদী গর্ভে বিলীন হয়ে যাবার আশংকা রয়েছে। একই সময় বিদ্যালয়ের পাশে থাকা একটি মসজিদ নদীতে তলিয়ে গেছে। ভাঙনের কারণে ফাটল ধরেছে বিদ্যালয়ের পুরনো ভবনে। এতে বিদ্যালয়টির তিন শত শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পরবে, অন্যদিকে,ঝড়-বন্যায় পোনাবালিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষের আশ্রয়ের কোন স্থান থাকছে না। নেয়ামত উল্লাহ হাওলাদার নামে স্থনীয় আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। সে পশ্চিম দেউরী গ্রামের আবদুল বারেক হাওলাদারের ছেলে।
পশ্চিম দেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন জানান,১০ বছর পূর্বে প্রায় চার কোটি টাকা ব্যায়ে বিষখালী নদী তীরে এ সাইক্লোন সেল্টার কাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়।
জেলা প্রশাসক মো.জোহর আলী ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন,পশ্চিম দেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার নদীর ভাঙনে পড়ছে একটি রক্ষার জন্য ব্যবস্তা নেয়া হবে।
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, পশ্চিম দেউরী এলাকায় নদীর আকস্মিক ভাঙন শুরু হয়েছে। আমরা জরুরী ভিত্তিতে এ এলাকায় জিওব্যাগ ফেলার ভাঙ্গন রোধের কাজ চলছে।