ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলায় চলমান লকডাউনে দরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
আজ ৭ জুলাই বুধবার সকালে নলছিটি উপজেলার বিভিন্ন এলাকার বাড়ী বাড়ী গিয়ে স্বাস্থ্য বিধি অনুসরণ করে দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়।
সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন রাফিউদসহ অন্যান্য সেনা সদস্যরা খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, আটা ও লবণ প্রদান করা হয়েছে।