ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শহরের কলেজ খেয়াঘাট এলাকায় মো.শাহআলমের দুগ্ধখামারে ১টি উন্নত জাতের মূলবান গাভী সাপের দংশনে মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে খামারীর খামারে এই ঘটনা ঘটে এবং শনিবার সকালে গাভীটির মৃত্য হয়।
খামার মালিক মো. শাহ আলম জানান, তাঁর এই গাভীটির লক্ষাধীক টাকা মূল্যের। সকালে খামারে গিয়ে গাভীটিকে অসুস্থ্য অবস্থায় দেখে বিষয়টি প্রাণি সম্পদ বিভাগের ভ্যাটেনারী সার্জনকে খবর দেয় এবং ঘটনাস্থলে ভ্যাটেনারী সাজর্ন এসে গাভীর পায়ে সাপের কামরের চিহ্ন পায় এবং গাভীটি সাপের বিষে অসুস্থ্য হয়ে মৃত্যু হয়েছে বলে জানান।
প্রাণি সম্পদ বিভাগের এই কর্মকর্তা আরও জানান, বর্ষা কালে সাপে আবাসস্থলে পানি ঢুকে যাওয়ায় এরা প্রধানত কাঁচা মেঝের ঘরের ইঁদুরকে তাড়িয়ে সেখানে এবং বাসাবাড়ির আনাচে কানাচে আশ্রয় নেয়। এর ফলে বর্ষাকালে শুধু গবাদিপশু নয় মানুষও ঝুকির মধ্যে থাকে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে এই ঝুকি বেশি।